তারিখ: ৩১-১০-২০২৩
নোটিশ
এতদ্বারা আই.এস.টির ব্যবসায় প্রশাসন বিভাগের (শিক্ষাবর্ষ- ২০১৭-২০১৮) ২০২১ সালের বিবিএ পার্ট-৪, ৮ম সেমিস্টারের সকল পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ৫ নভেম্বর ২০২৩ ইং তারিখ রোজ রবিবার সকাল ৯:০০ ঘটিকা হতে ৪০১ নং রুমে Project Defense Viva পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকলকে ১ কপি বুক বাইল্ডিং কপি, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড , হিসাব শাখা ও লাইব্রেরী শাখা হতে দাবি নাই প্রত্যয়ন সংগ্রহ করে এবং সবাইকে ফরমাল পোষাকে পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া যাচ্ছে।
আদেশক্রমে
মো: উজ্জল হোসেন
কোর্স কো-অর্ডিনেটর
বিবিএ ৮ম সেমিস্টার
আই.এস.টি।