গত মার্চ ২১, ২০১৯ তারিখে ১৬.১ কিলোমিটার সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিলো আইএসটির সিএসই-২০তম ব্যাচের ছাত্র মাহাদী হাসান মিঠুন। তার এই সাফল্যে আমরা গর্বিত।
“২১ মার্চ ৯টা ৪৫ মিনিটে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে বঙ্গোপসাগরের পানিতে নামেন ৩৪ জন সাঁতারু। সাঁতারের গন্তব্য সেন্ট মার্টিন দ্বীপ। বাংলা চ্যানেল পাড়ি দেবেন তাঁরা। শেষ পর্যন্ত ৩১ জন সফল হন কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ১৬.১ কিলোমিটার দূরত্বের বঙ্গোপসাগর ও নাফ নদীর স্রোতোধারা বাংলা চ্যানেল পাড়ি দিতে।” – বাকি অংশ এই নিউজ কাভার করা প্রথম আলোর রিপোর্টে: https://www.prothomalo.com/we-are/article/1586073/একসঙ্গে-৩১-জন