সম্প্রতি অনুষ্ঠিত “ICPC ASIA DHAKA REGIONAL CONTEST 2021”
এর চূড়ান্ত ফলাফলে দেশের সব পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইএসটি ৩১তম স্থান অধিকার করেছে। অভিনন্দন IST_NEVER_GIVEUP দলকে, প্রোগ্রামিং কনটেস্টে তাদের চমৎকার দলগত নৈপূন্যে ভর করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সব কলেজ এবং ইনস্টিটিউটের মধ্যে “আইএসটি” তার অর্জিত শীর্ষস্থান এখনও ধরে রেখেছে।